Khoborerchokh logo

ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক কে এম মোহসীনের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক 83 0

Khoborerchokh logo

ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক কে এম মোহসীনের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক

খবরের সময়:
শোক বার্তা ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক কে এম মোহসীনের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কে এম মোহসীন-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় উপাচার্য বলেন,'অধ্যাপক ড. কে এম মোহসীন ছিলেন একজন প্রখ্যাত ইতিহাসবিদ। তিনি ব্রিটিশ-ভারতের অর্থনীতি, রাজনীতি ও ইতিহাস বিষয়ে অগাধ পান্ডিত্যের অধিকারী ছিলেন। সৎ, নিষ্ঠাবান, বিনয়ী ও নিবেদিতপ্রাণ এই শিক্ষকের মৃত্যুতে দেশ একজন স্বনামধন্য ইতিহাসবিদকে হারালো। শিক্ষার প্রসার ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।' উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, অধ্যাপক ড. কে এম মোহসীন আজ ২২ ফেব্রুয়ারী ২০২১ সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com